রাঙ্গামাটির সাজেকে বাস ও পর্যটকবাহী স্থানীয় যানবাহন মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে চালকসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন। এসময় স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে সাজেকে ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের কিয়াংঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, বাঘাইহাট বাজার থেকে সাজেকে যাওয়ার পথে আজ সকালে পর্যটকবাহী মাহেন্দ্রা ও চট্টগ্রামগামী শান্তি পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা গাড়িটি দুমড়ে-চুমড়ে যায়। এ সময় চালকসহ ৮জন পর্যটক গুরতর আহত হন।
তিনি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে সেনাবাহিনী সহায়তায় দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।







