জাতীয় সংসদে বাজেট পেশ হচ্ছে আজ। আকার চূড়ান্ত হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও বেশ কিছু জায়গায় অর্জন অযোগ্য লক্ষ্যমাত্রা ধরেছেন। তবে মানুষের আগ্রহ থাকবে প্রায় ১০ শতাংশ মূল্যস্ফীতিকে কোন জাদুবলে তিনি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনবেন সেই কর্মপরিকল্পনার দিকে। একইসাথে খাদের কিনারায় চলে যাওয়া বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ানোসহ দুর্বল সামষ্টিক অর্থনীতি কিভাবে সবল করবেন সেদিকেও নজর থাকবে সবার।







