রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে অক্টোবর মাসে মোট ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসে বিমানবন্দর গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন এলাকায় পথচারী এবং বিদেশগামী যাত্রীদের মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত প্রায় প্রত্যেকের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।
ডিএমপি জানায়, ছিনতাই প্রতিরোধে বিমানবন্দরের গোলচত্বর এলাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় বিমানবন্দর থানা পুলিশের বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।







