মঙ্গলবার গভীর রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানে ১শ ককটেল, ৫ শতাধিক লাঠি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেসময় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ ৭ জন গ্রেপ্তার হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ^বিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং কলেজসহ সব কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন। একই সাথে শিক্ষার্থীদের হলত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিহতদের স্মরণে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।






