ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের ঈদ আয়োজন। এরমধ্যে ঈদের ৬ষ্ঠ দিন থাকছে একটি সিনেমা , দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
সিনেমা
ঈদের ৬ষ্ঠ দিন (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে জায়েদ খান অভিনীত ছবি ‘সোনার চর’। গেল ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পাওয়া এই ছবিটি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে নির্মিত। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী এবং তার স্বামীর চরিত্রে ওমর সানী, তিনি লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। জায়েদ খান একজন ফেরারি আসামি ও মুক্তিযোদ্ধা। এ সিনেমায় আরো অভিনয় করেছেন—শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
টেলিফিল্ম
‘পরাজিত’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ। অভিনয়ে সোহেল মন্ডল, সামিরা খান মাহি প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম ‘বউ চোরা বক্কর’। ‘হিরোর আগমন’ প্রচার হবে বিকেল ৪.৩০ মিনিটে। গল্প ঃ ইজাজ আহমেদ মিলন। পরিচালনায় মাহমুদ হাসান শিকদার। অভিনয়ে নীরব, শেহতাজ প্রমুখ।
নাটক
‘সানগ্লাস’। রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে চিত্রনায়ক আশিক চৌধুরী, অলংকার চৌধুরী, দিলারা জামান, আবুল হায়াত প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।
একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখবেন নাটক ‘খুব যতনে’। রচনা আসাদুজ্জামান সোহাগ ও পরিচালনায় সাখাওয়াত শিবলী। অভিনয়ে জাহের আলভী, ইফ্ফাত আরা তিথি, নাবিলা ইসলাম প্রমুখ।
ছোটকাকু সিরিজের নতুন ধারাবাহিক ‘হবিগঞ্জের হরবোলা’
ফরিদুর রেজা সাগর এর ছোটকাকু সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হবিগঞ্জের হরবোলা’ দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এবার এটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ।








