এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জামালপুর জেলা কারাগারে বিদ্রোহের ঘটনায় ৬ জন বন্দী নিহত হয়েছেন। টানা ৯ ঘণ্টা চেষ্টার পর কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
গতকাল ৮ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জামালপুরের জেলা কারাগারের ফটকের সামনে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন কারাগারের জেলার আবু ফাতাহ।
তিনি জানান, আনুমানিক দুপুর ১টার দিকে কারাগারের ভেতর বন্দীদের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ফেরানোর সময় বন্দীরা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করেন কারারক্ষীরা।
পরে বিক্ষুব্ধ বন্দীরা কারাগারের ভেতরে ২টি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেটের ভেতরে গেট ভাংচুরের পর অগ্নিসংযোগ করেন। এসময় বন্দীদের কাছে জিম্মি হয়ে পড়েন ১০ জন কারারক্ষী।
পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে এবং রাতে কারারক্ষীদের ফেরত দেয় বন্দীরা। এসময় আহত ৩ কারারক্ষীকে জামালপুর জেনারেল হাসপাতাল ও ১ কারারক্ষীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।
জামালপুর জেলা কারাগারে রয়েছে ৬৬৯ জন বন্দী। এর মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী রয়েছেন ১০০ জন। এছাড়া এই কারাগারে কোন জঙ্গি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।







