চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ৬ জনের মৃত্যুর ঘটনায় কবর থেকে ৪ জনের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ২১ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নিয়োগপ্রাপ্ত) নূরুল হুদা মনিনের উপস্থিতিতে এই মরদেহ উত্তোলনের কাজ সম্পন্ন হয়।
যাদের মরদেহ উত্তোলন করা হয়েছে, সেই চার জন হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালি গ্রামের লাল্টু হোসেন, খেজুরা গ্রামের সেলিম (৪৫), নফরকান্দি গ্রামের খেদের আলী (৫০) এবং শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লা।
এর আগে গত ৯ অক্টোবর দিবাগত রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন একসঙ্গে বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরদিন একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে ৬ জনের মৃত্যু হয়। গত রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১জনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে।
এরপরই দুইজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহতদের মধ্যে ৪ জনকে পরিবারের সদস্যরা গোপনে দাফন করেছিলেন বলে জানা গেছে।








