এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এই হামলায় গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে।
আজ (১৫ সেপ্টেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, নতুন এই অভিযানে ইসরায়েল গাজা সিটির ১৬টি ভবন ধ্বংস করেছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। এটি উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও সেখানকার জনগণকে উৎখাতের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।
অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে করনীয় ঠিক করতে দোহায় আরব ও মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজন করছে কাতার। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যে কাতারে হামাসের ওপর ইসরায়েলের বিমান হামলায় যুক্তরাষ্ট্র খুশি নয়, তবে এটি মিত্রতার অবস্থান পরিবর্তন করবে না।
এই নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬৪ হাজার ৮৭১ জন নিহত এবং ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন আহত হয়েছেন। বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।







