এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলে বোরকা পরে অভিনব কায়দায় শম্পা জুয়েলার্স থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোকানটির মালিক।
আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ৩টা ৭ মিনিটে বোরকা পরিহিত দুই ব্যক্তি শপিংমলে প্রবেশ করে। এরপর তারা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্স দোকানের শাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে রাত ৪টা ১ মিনিটে স্থান ত্যাগ করে।
দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, ভোরের দিকে নিরাপত্তা প্রহরী আমাকে ফোন করে চুরির খবর দেয়। দোকান খুলে দেখি প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার নেই। আমার ধারণা, এই ঘটনায় মার্কেটের ভেতরের কারো সম্পৃক্ততা রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের বিভিন্ন ইউনিট। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ফরচুন শপিং মল দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তানজিদ খান বলেন, এমন ঘটনা এই মার্কেটে আগে কখনও ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়েও প্রশ্ন উঠেছে।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। চোরচক্রের পরিচয় শনাক্তে কাজ চলছে। পাশাপাশি মার্কেটের নিরাপত্তা কর্মী ও মালিক সমিতিকেও নজরদারিতে রাখা হয়েছে।








