ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের ঈদ আয়োজন। এরমধ্যে ঈদের চতুর্থ দিন থাকছে একটি সিনেমা , দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
১ সিনেমা-
ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। পরিচালনায় মিশুক মনি। অভিনয়ে শরিফুল রাজ, বুবলী, শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা প্রমুখ।
দুই টেলিফিল্ম-
টেলিফিল্ম ‘নসিব’। পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।
এদিন বিকেল সাড়ে ৪টায় থাকছে টেলিফিল্ম ‘মাছে ভাতে বাঙ্গালী’। রচনা ও পরিচালনায় মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ।
দুই নাটক-
নাটক ‘বাকরখানির প্রেমকথা’। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে জোভান, আইশা খান প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
নাটক ‘৬৬ ঘণ্টা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে খায়রুল বাসার, কেয়া পায়েল, রাশেদ মামুন অপু, আবুল হায়াত প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ৯টা ৩০ মিনিটে।








