৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার সাধারণ ক্যাডারে মৌখিক পরীক্ষা ৮ মে শুরু হবে এবং পর্যায়ক্রমে শেষ হবে ৩১ জুলাই।
মঙ্গলবার ৩০ এপ্রিল দিবাগত রাতে প্রকাশিত একটি তথ্যবিবরণীতে ৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা ২০২১ এর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে, কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd এই বিষয়ে সকল তথ্য পাওয়া যাবে।








