ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক! এরইমধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ৩টি নাটকের লিঙ্ক থাকলো এখানে:
আশিকি, ইমরোজ শাওন
সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি জায়গা করে নেয় শীর্ষে। শুধু তাই নয়, ১১ জুন রাতে নাটকটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ১ কোটি বারের বেশী। নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জোভান ও নিহা।
কোটি টাকার চেয়ারম্যান, মিতুল খান
নাটকের মধ্যে ‘কোটি টাকার চেয়ারম্যান’ আছে দ্বিতীয় স্থানে। নিলয় আলমগীর ও হিমি অভিনীত নাটকটি পিকক এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৫ নম্বরে।
ক্ষতিপূরণ, মোস্তফা কামাল রাজ
ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন চ্যানেল আইয়ে সম্প্রচারের পর ১০ জুন নাটকটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে থাক ‘ক্ষতিপূরণ’ এরইমধ্যে প্রায় ২.৩ মিলিয়ন ভিউ স্পর্শ করেছে। প্রায় চার হাজার দর্শক নাটকটি দেখে মন্তব্য করেছেন! আর সব মন্তব্যই ভীষণ ইতিবাচক। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সঙ্গে আছেন মালাইকা চৌধুরী। কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৮ নম্বরে।








