বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেনকারী তিনজন দালাল আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার মতিঝিলের দিলকুশা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিতিশীলতা বৃদ্ধি পেলে এনএসআই ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন টিম অবৈধ মুদ্রা ব্যবহারকারীদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে থাকে। তারই অংশ হিসেবে আজ বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেন মনিটরিংয়ের সময়ে মুদ্রা ক্রয়-বিক্রযের সাথে সংশ্লিষ্ট দালাল চক্রের ৩ সদস্যকে মতিঝিলের দিলকুশা থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- মো. আনোয়ারুল হক, পিতা. মৃত সামছেল হক, কালিবাড়ি, ময়মনসিংহ; মো. বিপ্লব মিয়া, পিতা. আব্দুল মালেক, ৬৪ নং দক্ষিণ মুগদা পাড়া; মো. লোকমান হোসেন, পিতা. আব্দুর রশিদ, আলীপুর, হাজীগঞ্জ, চাঁদপুর।
আটককৃত ব্যক্তিদের মতিঝিল থানা পুলিশের হেফাজতে দেয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি দল প্রেসব্রিফিং করার পর আটকৃত ব্যক্তির নিকট থেকে অবৈধ বৈদেশিক মুদ্রার লেনদেন না করার মুচলেকা নেয়া হয়।







