একটা সময় মনে হচ্ছিল ড্রয়ের দিকে এগোচ্ছে ব্রাজিল-চিলি লড়াই। সেটা হতে দেননি ব্রাজিলীয় তরুণ লুইজ হেনরিক। তার শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়েছে ডোরিভাল জুনিয়রের দল। এক ম্যাচ পর জয়ে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার সকালে চিলির বিপক্ষে ২-১ গোলে জয় তুলেছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে ৪৬ ও ৮৯ মিনিটে গোল দুটি করেন দুই তরুণ ইগর জেসুস ও লুইজ হেনরিক। চিলির হয়ে দ্বিতীয় মিনিটে গোল করেছেন এদুয়ার্দো ভার্গাস।
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও বলে নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলেরই। ৭৬ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। মোট ১৪টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে। অন্যদিকে ৭টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিক দল। যেটা থেকে গোলও পেয়ে যায় চিলি।
২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয়ার দৌড়ে জয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল ব্রাজিলের। আগের আট ম্যাচে কেবল ৩টি জয় ছিল তাদের। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে ছিল। ৯ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো সেলেসাও দলটি। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নয়ে আছে চিলি।







