লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নুর হোসেন (৫০) ও আবুল খায়ের (৪৮) নামে দু’জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
নিহত নুর হোসেন সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ জামিরতলী গ্রামের বাসিন্দা ও খায়ের একই উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নেফ পশ্চিম লতিফপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
শুক্রবার (১৪ ফেব্রয়ারি) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে নুর হোসেন বাড়ি থেকে দিঘলী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বড়পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময়ে আরও দু’জন আহত হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এর আগে, বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ বাজারের বাঁধের গোড়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় খায়ের গুরুতর আহত হয়। পরে খায়েরকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, দুর্ঘটনায় দু’জন নিহত এবং দু’জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের চাওয়া অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








