কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাসের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন নয়ন ইসলাম ও রনি ইসলাম। দুর্ঘটনায় মিজানুর রহমান নামে আরো এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ (১২ এপ্রিল) শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই জয়দেব জানান, সকালে দূর্বাচারা গ্রাম থেকে মোটর সাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ড্রাস্ট্র্রিজে যাচ্ছিলেন। পথে বটতৈল এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে দ্রুতগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নয়ন ও রনি। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।








