২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এখন নির্ভরতার নাম স্টার সিনেপ্লেক্স।
বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট পাঁচটি হল রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং সামরিক জাদুঘরে এর শাখা রয়েছে।
শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও দাপট নিয়ে চলছে স্টার সিনেপ্লেক্স। চট্টগ্রাম এবং রাজশাহীতে রয়েছে স্টার সিনেপ্লেক্সের শাখা। সেখানের দর্শকরাও প্রতিনিয়ত দেশ-বিদেশের নতুন সব ছবি মুক্তির দিনেই দেখতে পারছেন! ঢাকার উত্তরা, বগুড়া, কুমিল্লাসহ দেশব্যাপী আরও সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে আগেই জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান।
সিনেপ্লেক্সের ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট থেকে সাধারণ দর্শকরাও শুভেচ্ছা জানাচ্ছেন। দেশের সিনেমা ব্যবসায় অন্যতম নির্ভরতার একটি নামে পরিণত হয়েছে স্টার সিনেপ্লেক্স।
৮ অক্টোবর পথচলার ১৯ বছর পূর্তি উপলক্ষে শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে রয়েছে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠান। যেখানে থাকছে কেক কাটা ও রেড কার্পেট ফটোসেশন ও লাইভ মিউজিক সেশন। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, করপোরেট ব্যক্তিত্ব, সাংবাদিক, চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের তারকারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।








