এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই হামলায় আরও কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।
আজ (২৬ জানুয়ারি) রোববার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সংঘর্ষটি কঙ্গোর উত্তর কিভু প্রদেশে ঘটে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী সেখানকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোতায়েন ছিল, কিন্তু বিদ্রোহী বাহিনীর অতর্কিত আক্রমণের কারণে তারা এই পরিস্থিতির শিকার হয়। বিদ্রোহী গোষ্ঠী ‘এম-২৩’ গত কয়েক বছর ধরেই সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে।
এই ঘটনাকে ‘দুঃখজনক ও শোকাবহ’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে এবং এর দায়ীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে।
কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। সম্প্রতি দেশটির সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলোর উত্তেজনা বেড়ে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শান্তিরক্ষীদের ওপর এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব সম্প্রদায়ের কাছে কঙ্গোর শান্তিরক্ষা অভিযান এবং এর বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জরুরি পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।







