রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মো. শফিকুল ইসলাম, মো. তানভির হোসেন, মো. নাইম মোল্লা, মো. নাহিদ হোসেন, মো. রিপন ইসলাম, মো. সাকিব, মো. সায়েম, নুর মোহাম্মদ, মো. কাওসার, মো. রমজান, মো. সুজন খা, শাহিন মুন্সি ও মো. সাহেদ খান।
গতকাল শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিট থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।








