ভারতের মহারাষ্ট্রে সরকারি পুরস্কার প্রদানের একটি অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১৩ জনের মৃত্যুর পর রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস না হওয়া পর্যন্ত দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত সব ধরণের আউটডোর ইভেন্ট নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার মুম্বাইতে রাজ্য সরকার আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর হিটস্ট্রোকে ১৩ জন মারা গেছেন।
এ বছর সামাজিক কর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারীকে পুরস্কার দেওয়া হয় এবং তার লক্ষাধিক অনুসারী একটি খোলা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন। সেদিন ওই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিস। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপ্পাসাহেব ধর্মাধিকারীর কাছে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হস্তান্তর করতে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







