বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে প্রতি বছরের মতো চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হলো দেশীয় ব্যান্ডসংগীতের অন্যতম বৃহৎ উৎসব ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’। ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিবেদিত প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে আয়োজিত এই উৎসবে দিনভর জমজমাট পারফর্মে মাতিয়েছে ১২টি গানের দল।
উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, স্টারকিং, তরুণ এবং ফিডব্যাক- দিনব্যাপী মাতিয়েছে ব্যান্ডগুলো।
সকাল ১১টা ৩০ মিনিটে সম্প্রচার শুরুর পর থেকেই চ্যানেল আইয়ের পর্দা রূপ নেয় সংগীতময় উৎসবে। একে একে মঞ্চে উঠে ব্যান্ডগুলোর গানে টালমাটাল হয়ে ওঠে দর্শকসারি।
শহর থেকে গ্রাম-সবখানে ব্যান্ডসংগীতের চর্চা বাড়াতে চ্যানেল আই ব্যান্ড ফেস্ট যে বড় ভূমিকা রাখছে, সেটি উল্লেখ করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। ব্যান্ড তারকা মানাম আহমেদ বলেন, এই ফেস্ট ব্যান্ডসংগীতকে দিয়েছে এক ভিন্ন মর্যাদা ও গ্রহণযোগ্যতা। শিরোনামহীন আশা প্রকাশে করেছে, যেন এই উৎসবটি ১২০০ বছর ধরে চলে! ব্যান্ড নোভার ভোকাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, চ্যানেল আই ব্যান্ড ফেস্ট সংগীতের মানুষের এক মিলন মেলা। সিম্ফনির মনি বলেছেন, সারা বছর চ্যানেল আইয়ের ব্যান্ড ফেস্টটির জন্য অপেক্ষা করেন তারা!
উৎসবে ছিলেন কিংবদন্তী শিল্পী খুরশীদ আলমও। তিনি বলেন, ব্যান্ডের জন্য আইয়ুব বাচ্চু একটি আলাদা দিন চেয়েছিলেন, ফরিদুর রেজা সাগর সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। এটা ব্যান্ড সংগীতের জন্য সত্যিই এক মাইলফলক সিদ্ধান্ত ছিলো।
সংগীতের এরকম বহু গুণীজন এদিন একবার হলেও ঢুঁ দিয়েছেন চ্যানেল আই ব্যান্ড ফেস্টের আসরে। প্রশংসা করেছেন, এমন আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ারও! কেউ কেউ আগামি আরো বড় পরিসরে উৎসবটি করার কথা বলেছেন!
দিনভর পারফর্মের ধারাবাহিক উৎসবের শেষ অংশ এসে জমে ওঠে আরও এক বিশেষ মুহূর্তে— ব্যান্ড ফেস্টের ১২ বছরে পদার্পণ উদযাপনে কেক কাটা! উৎসবমঞ্চে তখন একসঙ্গে দাঁড়ান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের এমডি আশীষ কুমার চক্রবর্তী, ব্যান্ডশিল্পী ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, অবসকিউরের টিপুসহ অংশগ্রহণকারী ব্যান্ডগুলোর প্রতিনিধি সদস্যরা।
ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর উচ্ছ্বসিত দর্শকের করতালির মধ্যেই কেক কেটে এক যুগ পূর্তির নতুন অধ্যায়ে পা রাখে ব্যান্ড ফেস্ট। আয়োজকেরা জানিয়ে দেন, আগামী বছর এক যুগ পূর্তিকে সামনে রেখে আয়োজন হবে আরও বৃহৎ, আরও জমকালো, আরও রঙিন।
সংগীতপ্রেমীদের তুমুল উদ্দীপনায় শেষ হয় দিনব্যাপী ব্যান্ড ফেস্ট ২০২৫। যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ব্যান্ডসংগীতের বিকাশ, ঐতিহ্য ও ভবিষ্যতের উৎসবমুখর প্রতিশ্রুতি।
১২তম ব্যান্ড ফেস্টের প্রকল্প পরিচালক রাজু আলীম, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।








