সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
আদালতের নথি অনুযায়ী, এসব অ্যাকাউন্টে প্রায় ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে উত্তোলন হয়েছে ৫৬৬ কোটি ৩৮ লাখ টাকার বেশি, আর বর্তমানে জমা রয়েছে প্রায় ৮৬ কোটি ৯৮ লাখ টাকা।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি প্রভাব খাটিয়ে আদালতে আসামিদের জামিন, নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। সেই অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।
তদন্তে জানা গেছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধ অর্থ বিভিন্ন দেশে পাচার করেছেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য।
তদন্ত স্বার্থে এবং অর্থ অন্যত্র স্থানান্তর ঠেকাতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪(১) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে উক্ত ব্যাংক হিসাবগুলো ফ্রিজ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।







