মালয়েশিয়ায় এক অভিযানে ১০১ বাংলাদেশিসহ মোট ১৩৪ অবৈধ নির্মাণ শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
দ্যা স্ট্রেইট টাইমস জানিয়েছে, বুধবার গভীর রাতে কেলেমাক, আলোর গাজা, তামান দেসাসহ ৯টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশনের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী বলেছেন, জনসাধারণের অভিযোগ এবং বিদেশিদের আগমন সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি জানান, একজন মহিলাসহ ২৫ থেকে ৪৮ বছর বয়সী ১৩৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০১ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ার ২৬ জন, মিয়ানমারের ছয় জন এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। অভিযানকালে অনেকেই পালানোর চেষ্টা করেছিল।
তিনি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের মধ্যে পরিচয়পত্র না থাকা, মেয়াদ অতিবাহিত হওয়া, জাল নথিপত্র বা পাসপোর্ট রাখা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫)/ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং অ্যান্টি-ট্রাফিকিং ইন পার্সন এবং অ্যান্টি স্মাগলিং (অটিপসম) ২০০৭ আইনের অধীনে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত সকলকে মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে।








