মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধযান লাটাহাম্বারের ধাক্কায় নিসারন খাতুন (৫৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন চোঁখতোলা বাজারের অদুরে এই দুর্ঘটনা ঘটে। নিসারন খাতুন ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামের মধ্যেপাড়ার মোতালেব হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিসারন নেছা রাস্তা পার হওয়ার সময় বামন্দী এলাকা থেকে ছেড়ে আসা গাংনীগামী একটি স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটাহাম্বার চালককে আটক করা হয়েছে।








