এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফেনীতে সিএনজি চালিত একটি অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে মো. মনসুর আহমদ বাহার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মনসুর আহমদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার কাজির ঘাটলা গ্রামের মুন্সিবাড়ির সুলতান আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যম লক্ষ্মীপুর গ্রামের মৌলভী আনোয়ার উল্লাহর পুরাতন বাড়ির হানিফের সিএনজি চালিত অটোরিক্সা বাড়ির দরজায় পার্কিং করে রাখা হয়েছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এক ব্যক্তি সিএনজিটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামসুজ্জামান বলেন, মধ্যম লক্ষ্মীপুর গ্রামে সিএনজি চালিত অটোরিক্সা চুরির অভিযোগে স্থানীয় জনতার পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।








