‘মিথিলা আমার সুখের নাম/ মিথিলা আমার সর্বনাশও। এই মিথিলার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি।’ নব্বই দশকের জনপ্রিয় আবৃত্তি অ্যালবাম সিরিজ ‘মিথিলা’। প্রথমবারের মত ঢাকার মঞ্চে আবৃত্তি হয়ে উঠে আসছে ‘মিথিলা’। ২৫ ফেব্রুয়ারি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘মিথিলা: যুগল উচ্চারণে আবৃত্তি সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চে আসবে আবৃত্তি চরিত্র ‘মিথিলা’।
আবৃত্তিতে থাকবেন মিথিলা অ্যালবামের পুরুষ কণ্ঠস্বর নব্বই দশকের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ঘোষক মেহেদী হাসান। অনুষ্ঠান ঘোষণা পেশা থেকে ২০০২ সালে সরে যাওয়া মেহেদী হাসানের সঙ্গে নারী কণ্ঠে থাকবেন শাহিদা সুলতানা। ১৯৯৩ সালে বইমেলায় প্রথম প্রকাশিত হয় ‘মিথিলা’ অ্যালবাম। এ অ্যালবামে নারী কণ্ঠে ছিলেন লিজা। দ্বিতীয়টি ৯৪ এবং তৃতীয় অ্যালবাম বের হয় ৯৭ সালে। এ দুটি অ্যালবামে নারী কণ্ঠ ছিলেন যথাক্রমে শান্তা শ্রাবণী এবং মৌসুমী। অ্যালবাম বের হলেও মঞ্চে আসেনি ‘মিথিলা’। প্রথমবার মঞ্চে উঠতে যাওয়া মিথিলার আবৃত্তি সময়কাল হবে ১ ঘণ্টা। থাকবে গ্রন্থিত বেশ কয়েকটি মিথিলা বিষয়ক নতুন কবিতা। যার গল্প-ভাবনা মেহেদী হাসানের। কবিতাগুলো লিখেছেন যথারীতি আবুল হোসেন খোকন।
আবৃত্তির মঞ্চে নতুন নারী কণ্ঠ নিয়ে ওঠার কারণ হিসেবে মেহেদী হাসান বলেন, ‘মিথিলা সব সময়ই নতুন। আমার তিন অ্যালবামে তিন জন নারী কণ্ঠ ছিল। মঞ্চেও তাই নতুন মিথিলা ফিরছে।’








