হলিউড তারকা সালমা হায়েক বলেছেন, নারীদের তুলনায় পুরুষরা অনেক বেশি অলস এবং তাদের কাজের মানও নারীদের তুলনায় নিম্নমানের। নারীদের প্রতি আয় বৈষম্যের বিষয়ে সালমা হায়েক এই মন্তব্য করেছেন।
সালমা হায়েকের মতে, পুরুষরা অনেক কম কাজ করেও অনেক বেশি সুযোগ সুবিধা চায়। এমা স্টোন ও নুমি রিপেসের পাশাপাশি সালমাও বলেন যে পুরুষের কাজের মান নারীদের চাইতে নিম্নমানের। তিনি বলেন, ‘নারীরা পুরুষের চাইতে বেশি পরিশ্রম করেন। অনেক কাজ করেও তাদের মনে হয় যথেষ্ট করা হয়নি। কিন্তু বেতন কিংবা পদমর্যাদা চাওয়ার ক্ষেত্রে তাদের সাহস কম।’ তিনি আরও বলেন, ‘পুরুষেরা নারীদের চাইতে অনেক কম কাজ করেন। তাদের কাজের মানও নিম্নমানের। কিন্তু বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতির বিষয়ে বলার ক্ষেত্রে তারা খুব সাবলীল।’
এবছর সালমা হায়েকের ছবি এপ্রিলে মুক্তি পেয়েছে ‘হাউ টু বি এ ল্যাটিন লাভার’ এবং জুনে মুক্তি পেয়েছে ‘বিটরিজ অ্যাট ডিনার’। ১৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন কমেডি ধাঁচের ছবি ‘দ্য হিটম্যানস বডিগার্ড’। এছাড়াও ‘ড্রাঙ্ক প্যারেন্টস’ নামের আরেকটি ছবির কাজ চলছে। ছবিটি মুক্তির দিনক্ষণ এখনো জানানো হয়নি। ইন্ডিপেনডেন্ট।







