সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ হারার পর হঠাৎই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইও উঠেপড়ে লাগে নতুন অধিনায়কের খোঁজে। বোর্ডের তালিকায় ছিল কেএল রাহুল, জসপ্রিত বুমরা হয়ে হালের কিপার ব্যাটার রিশাব পান্তের নামও।
নেতৃত্বের আলোচনায় এগিয়ে ছিলেন সাদা বলের ক্রিকেটের দায়িত্ব বুঝে নেয়া রোহিত শর্মা। তরুণদের থেকে অভিজ্ঞ রোহিতেকেই বেছে নিয়েছে ভারতের বোর্ড। জানাল, ভারতের তিন ফরম্যাটের নতুন নেতা হচ্ছেন রোহিত।
আসছে মার্চের ১ তারিখে শুরু হওয়া হোম সিরিজে প্রথম অ্যাসাইনমেন্ট পাচ্ছেন রোহিত। সবঠিক থাকলে কোহলির আকস্মিক পদত্যাগে ফাঁকা হওয়া আসনে শ্রীলঙ্কা সিরিজেই বসবেন দলটির অন্যতম এই ব্যাটার।
আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপ শুরুর আগে অভিমান করেই টি-টুয়েন্টির নেতৃত্ব ছেড়েছিলেন কোহলি। অনেক অনুরোধ করেও ফেরাতে না পারায় ওয়ানডে নেতৃত্ব থেকেও তাকে বসিয়ে দেয় ভারতের বোর্ড। সাদা বলের অধিনায়কত্বে বসেন সতীর্থ ওপেনার রোহিত শর্মা। দায়িত্ব পেয়ে দারুণ কাজও দেখাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। এবার তার সামনে টেস্ট দলের নেতা হিসেবে পরিচয় প্রদানের।
ভারতের হয়ে সাদা বা লাল সব বলের ক্রিকেটেই অন্যতম নাম রোহিত। সাদা পোশাকের ক্রিকেটও বেশ কয়েকবছর যাবৎ তিনি মূল সদস্যের একজন। ৪৩ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩,০৪৭ রান। ৪৬.৮৭ গড়ে ব্যাট করা রোহিতের আছে আটটি শতক ও ১৪টি অর্ধশতক।








