শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় বরেণ্য শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামকে বিদায় জানালেন সর্বস্তরের মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলামের চলে যাওয়া শূন্যতা তৈরি করেছে, তবে একজন সত্যিকারের লেখক ও শিক্ষক কখনও হারিয়ে যান না। সাদী মাহমুদের রিপোর্ট।







