রাজস্ব আয়ে স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাবই ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের নিচে রয়েছে। ফুটবল ক্লাবগুলোর আয়-ব্যয় নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডেলোয়েট মানি লিগের সর্বশেষ সংস্করণের হিসেবে উঠে এসেছে এ তথ্য। এনিয়ে টানা দশবার শীর্ষস্থানে থাকল রেড ডেভিলরা।
২০বার প্রিমিয়ার লিগ জয়ী রেড ডেভিলদের ২০১৬-১৭ মৌসুমে রাজস্বের পরিমাণ ৬৭৬ মিলিয়ন ইউরো (ডলারের হিসাবে ৮২৮ মিলিয়ন এবং পাউন্ডে ৫৯৩ মিলিয়ন)। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র ১.৭ মিলিয়ন ইউরোতে এগিয়ে ম্যানইউ। মাদ্রিদ রাজাদের আয় ৬৭৪ মিলিয়ন ইউরো। এরপরেই রয়েছে বার্সেলোনা।
সব মিলিয়ে শীর্ষ ২০টি দলের রাজস্ব আয় গত মৌসুমের চেয়ে ৬ শতাংশ বেড়েছে। ৭.৯ বিলিয়ন ইউরো আয়ে নতুন রেকর্ড হয়েছে।
স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালকে টপকে শীর্ষস্থান দখল করা ম্যানইউর জন্য মোটেও সহজ ছিল না। শীর্ষ ২০টি দলে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেই স্থান পেয়েছে ১০টি দল। তাদের মোট আয় ৩.৮ বিলিয়ন ডলার।
রাজস্ব আয়ে শীর্ষ ২০ দল
ম্যানচেস্টার ইউনাইটেড ৬৭৬.৩ মিলিয়ন ইউরো (ইংল্যান্ড)
রিয়াল মাদ্রিদ ৬৭৪.৬ মিলিয়ন ইউরো (স্পেন)
বার্সেলোনা ৬৪৮.৩ মিলিয়ন ইউরো (স্পেন)
বায়ার্ন মিউনিখ ৫৮৭.৮ মিলিয়ন ইউরো (জার্মানি)
ম্যানচেস্টার সিটি ৫২৭.৭ মিলিয়ন ইউরো (ইংল্যান্ড)
আর্সেনাল ৪৮৭.৬ মিলিয়ন ইউরো (ইংল্যান্ড)
পিএসজি ৪৮৬.২ মিলিয়ন ইউরো (ফ্রান্স)
চেলসি ৪২৮ মিলিয়ন ইউরো (ইংল্যান্ড)
লিভারপুল ৪২৪.২ মিলিয়ন ইউরো (ইংল্যান্ড)
জুভেন্টাস ৪০৫.৭ মিলিয়ন ইউরো (ইতালি)
টটেনহ্যাম হটস্পার ৩৫৫.৬ মিলিয়ন ইউরো (ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড ৩৩২.৬ মিলিয়ন ইউরো (জার্মানি)
অ্যাটলেটিকো মাদ্রিদ ২৭২.৫ মিলিয়ন ইউরো (স্পেন)
লেস্টার সিটি ২৭১.১ মিলিয়ন ইউরো (ইংল্যান্ড)
ইন্টার মিলান ২৬২.১ মিলিয়ন ইউরো (ইতালি)
শালকে জিরো ফোর ২৩০.২ মিলিয়ন ইউরো (জার্মানি)
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ২১৩.৩ মিলিয়ন ইউরো (ইংল্যান্ড)
সাউদাম্পটন ২১২.১ মিলিয়ন ইউরো (ইংল্যান্ড)
নাপোলি ২০০.৭ মিলিয়ন ইউরো (ইতালি)
এভারটন ১৯৯.২ মিলিয়ন ইউরো (ইংল্যান্ড)








