চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ‘ছুটির ঘণ্টা’ নির্মাতা, পরিবারের আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২২
বিনোদন
A A

ছুটির ঘণ্টা, অশিক্ষিতসহ এরকম জনপ্রিয় মোট ৫২টি চলচ্চিত্রের প্রয়াত কিংবদন্তী নির্মাতা আজিজুর রহমানের ‘রাষ্ট্রীয় স্বীকৃতি’র দাবি তুলেছে তার পরিবার।

কালজয়ী এই নির্মাতার মেয়ে বিন্দি রহমান বলেন, ভার্সেটাইল ব্যক্তিত্বে এই মানুষটি (আজিজুর রহমান) জীবদ্দশায় একটি বারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। এমনকি কোনো আজীবন রাষ্ট্রীয় সম্মাননা পাননি।

১৪ মার্চ কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর মঙ্গলবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে পরিচালক সমিতির উদ্যোগে আজিজুর রহমান স্মরণ সভায় তার মেয়ে বিন্দি রহমান প্রশ্ন ছুঁড়ে বলেন, ওনার মৃত্যুর পর এই দ্বায়ভার রাষ্ট্র কি নিতে পারবে?

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, আজিজুর রহমানের বেশিরভাগ চলচ্চিত্র বিখ্যাত। সেই সব চলচ্চিত্র মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের চলচ্চিত্রাঙ্গনকে সমৃদ্ধ করেছে। মানুষদের সিনেমা হলমুখী করেছে। ওইসব চলচ্চিত্রে অভিনয় করে রাজ্জাক, আলমগীর, শাবানা, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনারা খ্যাতি অর্জন করেন। তাই বাংলা চলচ্চিত্র বিকাশে আজিজুর রহমানের অবদান কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই।

কান্না জড়িত কণ্ঠে বিন্দি রহমান জানান, ব্যক্তিজীবনে রাষ্ট্রীয় কোনো সম্মাননা না পাওয়ায় তার বাবা আজিজুর রহমানের কোনো আক্ষেপ ছিল না। গত জানুয়ারিতে তিনি নিজ হাতে কয়েক পৃষ্ঠায় তার জীবনে পরিপূর্ণতার কথা লিখে গেছেন। কিন্তু সন্তান হিসেবে তাদের আক্ষেপ রয়ে গেছে।

বিন্দি রহমান বলেন, শুধু চলচ্চিত্র পরিচালক নন; বাবা ছিলেন একাধারে অংকন শিল্পী, প্রযোজক, কাহিনিকার, পোস্টার মেকার, সেট ডিজাইনার, মেকাপ আর্টিস্ট। প্রযুক্তির বিকাশ ঘটলেও তার যুগ যুগ আগের কাজগুলো নিয়ে এখনো আলোচনা হয়।

Reneta

“তিনি (আজিজুর রহমান) আগাগোড়া চলচ্চিত্রের মানুষ ছিলেন। জীবনে শেষ সময়ে অসুস্থ থাকাকালীন হাতে লিখে তার ইচ্ছার কথা জানিয়ে গেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার শেষ ইচ্ছে ছিল, বৃত্তির ব্যবস্থা করবেন। উদ্দেশ্য ছিল পরিচালক সমিতির মেধাবী পরিচালকদের (নারী-পুরুষ) সহায়তা প্রদান করা। সন্তান হিসেবে পরিচালক সমিতির কাছে চাইবো বাবার স্বপ্নটা যেন বাস্তবায়ন করা হয়।”

স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, ওমর সানী, কাজী হায়াৎ, সুজাতা, সাইমন সাদিক, আবদুল লতিফ বাচ্চু, মতিন রহমান, মনতাজুর রহমান আকবর, সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, কবিরুল ইসলাম রানা, দেলোয়ার জাহান ঝণ্টু, গাজী মাহবুব, বাদল খন্দকারসহএকাধিক পরিচালক।

নায়ক আলমগীর বলেন, ১৯৭৩ সালে ‘অতিথি’ ছবির মাধ্যমে আজিজুর রহমানের পরিচালনায় প্রথম কাজ করি। দীর্ঘ ৫০ বছর ধরে এই মানুষটিকে চিনতাম। তিনি বহুগুণের অধিকারী। তার মতো দূরদর্শী পরিচালক আমি আর দেখিনি। তার জন্য মন থেকে সবসময় দোয়া কামনা করি।

‘ছুটির ঘণ্টায়’ অভিনয় করেছিলেন সুজাতা। তিনি বলেন, আমার দীর্ঘ অভিনয় জীবনে তার মতো সৃজনশীল মানুষ আর খুঁজে পাইনি। হয়তো আর আসবেও না। তবে তিনি সবসময় আমাদের শ্রদ্ধার জায়গায় থাকবেন।

কাজী হায়াৎ বলেন, এম কম পাশ করে চুরি করে এফডিসি গিয়েছিলাম। সেখানে আজিজুর রহমানের সাথে দেখা করি। তার সহকারী হিসেবে কাজ শুরু করি। তার কারণে আমি পরিচালক কাজী হায়াৎ হতে পেরেছি।

আজিজুর রহমানের মেয়ে বিন্দি রহমানের দাবির প্রেক্ষিতে স্মরণসভায় পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, অবশ্যই তার স্বপ্ন বাস্তবায়নে পরিচালক সমিতি কাজ করবে। একইসাথে রাষ্ট্রীয়ভাবে মরণোত্তর তাকে কোনো স্বীকৃতি দেয়া যায় কিনা সেই চেষ্টা করবে পরিচালক সমিতি।

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জনাআবদুল লতিফ বাচ্চুআলমগীরইলিয়াস কাঞ্চনওমর সানীকাজী হায়াৎগাজী মাহবুবদেলোয়ার জাহান ঝণ্টুবাদলমতিন রহমানমনতাজুর রহমান আকবররাজ্জাকলিড বিনোদনশাবানাশাহীন সুমনসাইমন সাদিকসুজাতাসোহানুর রহমান সোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন করা খুব জরুরি: আলী রীয়াজ

জানুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা যেকোনো দিন

জানুয়ারি ২৭, ২০২৬

পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

জানুয়ারি ২৭, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে নির্বাচনী প্রচারণায়  বিএনপির  জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ।

আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন: ডা.এ জেড এম জাহিদ

জানুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সারা দেশে শুষ্ক আবহাওয়া, কিছু এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা

জানুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT