মেসিবিহীন বার্সেলোনা এখনও মাঠে নামেনি, রামোসবিহীন রিয়ালের যাত্রা হয়েছে শুরু। তাতে করিম বেনজেমার জোড়া গোলে দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে লা লিগায় নতুন মৌসুমে শুভ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ।
শনিবার রাতে আলাভেসের মাঠে খেলতে গিয়েছিল রিয়াল। ফিরেছে ৪-১ গোলের জয় তুলে। বেনজেমার দুই গোলের সঙ্গে বাকি দুটি সাফল্য নাচো ফার্নান্দেজ ও ভিনিসিয়াস জুনিয়রের।
প্রথমার্ধে জড়তায় ভুগছিল রিয়াল! কোনো গোল আনতে পারেনি। অবশ্য কোনো গোল হজমও করেনি এসময়ে। গোলশূন্য থেকে বিরতি কাটিয়ে ফিরে চেনারূপে ধরা দেয় বার্নাব্যুর দলটি।
ম্যাচের ৪৮ মিনিটে খাতা খোলেন বেনজেমা। এডেন হ্যাজার্ডের বাড়িয়ে দেয়া বলে আলাভেসের জাল খুঁজে নেন।
আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাচো। এবার বল বাড়িয়েছিলেন লুকা মদ্রিচ। এরপর আর ফিরে তাকাতে হয়নি রিয়ালকে।
অতিথিদের তৃতীয় গোলটি এনে দেন বেনজেমা। ম্যাচের ৬২ মিনিটে। তিন মিনিট পর পেনাল্টিতে আলাভেসের জসেলু এক গোল ফিরিয়ে দেন। সেটি কোনো মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেনি রিয়ালের।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডেভিড আলাবার সহযোগিতায় ভিনিসিয়াস আরেকদফা ব্যবধান বাড়ালে বড় জয়ের সঙ্গে পূর্ণ তিন পয়েন্টে নতুন মৌসুমে শুভ সূচনা নিশ্চিত হয় মাদ্রিদিস্তাদের।








