সাইফ আলি খানের দেয়া বিয়ের প্রস্তাব দুই বার ফিরিয়ে দিয়েছিলেন কারিনা কাপুর। একটি সাক্ষাৎকারে সম্প্রতি এমনটাই জানিয়েছেন কারিনা।
কারিনা জানান, সাইফ আলি খান প্রথমবার কারিনাকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন ‘তাসান’ এর শুটিং চলছিল গ্রিসে। এরপর আবার যখন প্রস্তাব দিয়েছেন তখন তারা লাদাখ এ। দুইবারই কোনো উত্তর না দিয়ে সাইফকে ফিরিয়ে দিয়েছিলেন কারিনা। কারণ তখনও সাইফকে ভালো ভাবে জানতেন না তিনি।
বিয়ের প্রস্তাবে সরাসরি ‘না’ বলেননি কারিনা। তবে তিনি সাইফকে বলেছিলেন যে নিজেদের মধ্যে আরও ভালো জানাশোনা হওয়ার পর তিনি প্রস্তাবের ব্যাপারে ভাববেন।
কারিনাকে দেখা যাবে রাজ মেহতার ‘গুড নিউজ’ ছবিতে। কারিনা ছাড়াও এই ছবিতে আছেন অক্ষয় কুমার, দিলজিত দোসাঞ্জ এবং কিয়ারা আদভানি। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। টাইমস অব ইন্ডিয়া








