বিশ্বকাপের জন্য দেশ ছেড়েছে ব্রাজিল

রাশিয়া বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছেড়েছে ব্রাজিল দল। তবে শুরুর গন্তব্য লন্ডন। সোমবার রিও ডি জেনিরো থেকে ইংল্যান্ড রওনা হয় টিম ব্রাজিল৷ লিভারপুলে ৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। পরে উড়াল দেবে রাশিয়ায়।

ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের ম্যাচে নেইমারের মাঠে নামা নিয়ে আশায় বুক বাঁধছেন ফুটবলভক্তরা৷ তবে যাকে নিয়ে এত আলোচনা, সেই নেইমার কিন্তু পুরোপুরি সুস্থ নন৷ সোমবার নিজেই জানিয়েছেন সেকথা।

নেইমার জানিয়েছেন, ‘আমি এখনও একশো শতাংশ ফিট নই,পুরোপুরি ফিট হতে আরও কিছুটা সময় লাগবে৷’

নেইমারের এমন মন্তব্যের পর প্রীতি ম্যাচে তার মাঠে নামা নিয়ে আবার ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিমানবন্দরে ব্রাজিলের সংবাদমাধ্যমকে নেইমার জানিয়েছেন, ‘শারীরিকভাবে আমি সুস্থ৷ পায়ের সমস্যাও সেরে গেছে, কিন্তু কিছুটা হলেও এখনও অস্বস্তি রয়েছে৷ সেটাই এখনও আমায় ভোগাচ্ছে৷’

সঙ্গে আরও জুড়েছেন, ‘আমি এখনও একশো শতাংশ সুস্থ নই৷ বিশ্বকাপ শুরুর এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে৷ এরমধ্যেই নিশ্চয় পুরোপুরি ফিট হয়ে উঠতে পারব বলে আশা রাখছি৷’

চোট পাওয়ার পর মাঠে নামলে সেটাই হবে তার প্রত্যাবর্তন মঞ্চ৷ ফেব্রুয়ারিতে পিএসজি’র হয়ে মার্সেইয়ের বিরুদ্ধে ফরাসি লিগের ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। অস্ত্রোপচারের পর দীর্ঘদিন বিশ্রামে থেকে সম্প্রতি ট্রেনিংয়ে যোগ দিয়েছেন, দলের সঙ্গে প্রস্তুতিতেও দেখা গেছে তাকে৷