বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য পছন্দের অন্যতম গন্তব্য হতে পারে শ্রীলঙ্কা। দু’দেশের সংস্কৃতি, আবহাওয়া ও জলবায়ুতে যেমন মিল রয়েছে তেমনি লেখাপড়ার খরচও মধ্যবিত্তদের নাগালে। শিক্ষায় নিজেদের শক্ত অবস্থান তৈরীর পর এবার উচ্চ শিক্ষায় বিদেশী শিক্ষার্থী বাড়াতে নজর দিয়েছে দেশটি।
শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও মানসম্মত শিক্ষার জন্য সুনাম আছে পৃথিবী জুড়েই। শ্রীলঙ্কায় এখন শিক্ষার হার প্রায় ৯৮ শতাংশ। উচ্চ শিক্ষাও এখানে বিনামূল্যে। এসএসসি ও এইচএসসি’র বিজ্ঞান বিভাগে সম্মিলিত ফলাফলে এগিয়ে থাকা সেরা ৩ হাজার শিক্ষার্থীকে ভর্তি নেয়া হয় মেডিকেল কলেজে।
সরকারি খরচেই লেখাপড়া করে তারা। মাস্টার্স ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার খরচ মেটায় সরকার। বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের দাবি করে এশিয়ার অন্যান্য দেশের শিক্ষার্থীদের কাছে টানছে শ্রীলঙ্কা।
খুব শিগগিরই বিদেশী শিক্ষার্থীর সংখ্যা কয়েকগুণ বাড়বে এমন প্রত্যাশা সেদেশের শিক্ষাবিদদের। সেই ১৮৯৩ সাল থেকেই কারিগরি শিক্ষা শুরু হয় শ্রীলঙ্কায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পরে শ্রীলঙ্কায় প্রতিষ্ঠিত হয় কলম্বো বিশ্ববিদ্যালয়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








