ক্রিকেটের পর ফুটবলেও চ্যাম্পিয়ন চ্যানেল আই। বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বছরের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো লাল-সবুজের চ্যানেল। আগের গোলবন্যা ধরে রেখে ফাইনালে যমুনা টিভির বিপক্ষে জয় এসেছে ৩-০ গোলে।
ফাইনালে আরিফের জোড়া গোলের পাশাপাশি দেবাশীষ রয়ের একটিতেই নিশ্চিত হয় চ্যাম্পিয়নশিপ। ইনজুরিতে ছিটকে পড়া রাহুল কিংবা অধিনায়ক মাসুমের অনুপস্থিতি বিন্দুমাত্র বিপদে ফেলেনি। টিকি-টাকা ফুটবলে প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে দেয় লাল-সবুজের চ্যানেল।
পুরো টুর্নামেন্টজুড়ে চোখ জুড়ানো পারফরম্যান্সে পাঁচ ম্যাচে ২৪ গোল করেছে চ্যানেল আইয়ের দূর্ধর্ষ আক্রমণভাগ।
এরমধ্যে টুর্নামেন্ট সেরা আরিফের গোল ৮টি, তিন ম্যাচে দুই হ্যাটট্রিকসহ রাহুল রায়ের সাত গোল। ফাইনালের ঘণ্টা দেড়েক আগে সেমিফাইনালে এটিএন নিউজকে সাত গোলে বিধ্বস্ত করে টিম-চ্যানেল আই।
পুরস্কার কিতরণী অনুষ্ঠানে সবার কণ্ঠে ছিলো চ্যানেল আইয়ের প্রশংসা। ২০১৩ সালে সেমিতে হেরে বিদায় নেয়া চ্যানেল আই এবার শিরোপা জিতেই পূরণ করলো স্বপ্ন।
কাপ জয়ের আনন্দের রেশ ছড়িয়ে পড়েছিলো চ্যানেল আইয়ের তেজগাঁ কার্যালয়েও।
২০১৫’তে ট্রেবল জয়ের জন্য চ্যানেল আইয়ের চাই আরো একটি শিরোপা। স্বপ্নপূরণের উপলক্ষ চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় বিএসজেএ মিডিয়া ক্রিকেট।







