মিষ্টি হাসি আর দীঘল চুল ছিল বিনোদিনীর, ছিল মহেন্দ্রর জন্য বুক ভরা ভালোবাসা সিনেমা পর্দায় বিনোদিনী সেজেছিলেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। বচ্চন পরিবারের এই বধূকে তাই ‘বাংলার বিনোদিনী’ বলা যেতে পারে।
আজ ঐশ্বরিয়ার ৪৪ তম জন্মদিন। ভারতের কর্ণাটক রাজ্যে ১৯৭৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহন করেন তিনি। ১৯৯৪ সালে ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’মুকুট ওঠে তার মাথায়।
ঐশ্বরিয়ার ক্যারিয়ার জীবনে প্রথম শুরু হয় তামিল ভাষার সিনেমার মধ্য দিয়ে। তারপর বলিউডে পেপসির বিজ্ঞাপন থেকে শুরু করে হিন্দি, ইংরেজি, তামিল এবং বাংলা ভাষায়ও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত বাংলা ছবি ‘চোখের বালি’।
ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’-তে ঐশ্বরিয়ার অভিনয় একেবারেই অন্য ধাঁচের ছিল। রবি ঠাকুরের বিনোদিনীকে যেন তিনি পূর্ণাঙ্গভাবেই ধারণ করতে পেরেছিলেন সিনেমাটির মধ্যে। বিনোদিনীর প্রেম, ক্ষোভ, বঞ্চনা সকলই ঐশ্বরিয়ার অভিনয় ও অভিব্যক্তির মধ্য দিয়ে দর্শক সমাজের মনকে ছুঁয়ে যায়।

তবে বিনোদিনী চরিত্রে অভিনয় করা ঐশ্বরিয়ার কাছে সহজ কিছু ছিল না। ‘চোখের বালি’তে অভিনয় করতে গিয়ে, বাংলা ভাষা শিখতে গিয়ে প্রথম প্রথম ঐশ্বরিয়ার খুব কষ্ট হত। কিন্তু প্রথমে চোখের বালির ক্রিপ্ট পাওয়ার পর তাঁর শুটিং সেটের হেয়ার ড্রেসার এবং মেক আপ ম্যান তাকে বাংলা শিখতে সাহায্য করে।
বিনোদিনী চরিত্রটি ঐশ্বরিয়ার কাছে বেশ চ্যালেঞ্জের ছিল। কারণ সাথে তার তারকা খ্যাতি জড়িয়ে ছিল। শুধু বিনোদিনী নয় বাঙালি নারীর চরিত্রে তাকে দেখা গেছে বানসালির দেবদাস, ঋতুপর্ণ ঘোষের রেইনকোর্ট মুভিতেও। তাই সাবেক এই বিশ্ব সুন্দরীকে তো আমরা খানিকটা হলেও বাংলার ঐশ্বরিয়া বলেও দাবি করতে পারি।








