প্রায় সারা বাংলাদেশ ঘুরে নির্মিত জনপ্রিয় সঙ্গীত তারকা পড়শীর মিউজিক
ভিডিও ‘জয় হবেই হবে’ এখন ইউটিউবে। মিউজিক ভিডিওটি শনিবার রাতে প্রকাশ হওয়ার
হাজার হাজার মানুষ তা দেখেছেন।
চ্যানেল আই অনলাইনকে মিউজিক ভিডিও
সর্ম্পকে পড়শী বলেন, ‘জয় হবেই হবে’-তে বাংলাদেশের সবক্ষেত্রের জয় দেখানো
হয়েছে। পড়শী বলেন, বাংলাদেশ গার্মেন্ট সেক্টর এগিয়ে গেছে। চা শিল্প
এগিয়েছে। আর সবচেয়ে এগিয়েছে ক্রিকেটে। ‘ক্রিকেটের
জন্য আজ বাংলাদেশকে সবাই বাংলার বাঘ হিসেবে চেনে। ফুটবল খেলায়ও বাংলাদেশ
এগিয়ে যাচ্ছে। এ দেশ অনেক সমৃদ্ধ হচ্ছে, ভবিষতে আরো হবে,’ সেই প্রত্যয়
নিয়েই মিউজিক ভিডিও ‘জয় হবেই হবে’।
ক্রিকেট খেলা প্রসঙ্গে পড়শী বলেন,
ক্রিকেট খেলা খুব পছন্দ করি। ভাইয়ার কাছ থেকে খেলা দেখা শিখেছি। মাশরাফি,
মুশফিক ও তাসকিন’র খেলা আমার খুব ভালো লাগে।
মিউজিক ভিডিওটি
কক্সবাজার বান্দরবান, সিলেট, ঢাকা, রূপনগর, পানাম সিটি সহ আরো বেশ কয়েকটি
জায়গায় ঘুরে নির্মাণ করা হয়েছে। তাই আমি খুব আশাবাদী দর্শকদের ভিডিওটি খুব
ভালো লাগবে।
‘জয় হবেই হবে শিরোনামের গানটি লিখেছেন গীতিকবি রবিউল ইসলাম জীবন। গানটির
সুর ও সঙ্গীত আয়োজনের পাশাপাশি পড়শীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী
ইমরান।
মিউজিক ভিডিওটিতে পড়শীর মডেল হয়েছেন সোহেল সিরাজ ও আশফাক রানা। ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা চন্দন রায় চৌধুরী।







