মিরপুরের উইকেটে সকালের সেশনে ব্যাটিং করা অনেকটাই কঠিন। গেল দুইদিনে বাংলাদেশের ব্যাটিং দেখলে সেটি সহজে অনুমেয়। ২ উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিনের সকালে ব্যাটিং করতে নামবে শ্রীলঙ্কা। দ্রুত উইকেট তুলে নিয়ে সফরকারীদের নিজেদের রানের আগেই আটকে ফেলতে চায় স্বাগতিকরা।
বাংলাদেশের চেয়ে ২২২ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। হাতে ৮ উইকেট। প্রথম ইনিংসে অল্প পিছিয়ে পড়লে ম্যাচে অনেকটা পিছিয়ে পড়বে দল, এমনটা মনে করেন লিটন দাস।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা ব্যাটার বললেন, ‘এখনও তারা (শ্রীলঙ্কা) পিছিয়ে আছে অনেকদূর। মিরপুরের উইকেট এমন যে আর্লি মর্নিংয়ে যদি দ্রুত একটা দুইটা উইকেট নিতে পারি, অনেক খানি আমাদের সুযোগ থাকবে।’
‘অবশ্যই এখানে প্রথম ইনিংস অনেক গুরুত্বপূর্ণ। তারা যদি আমাদের কাছাকাছি বা উপরে চলে যায়, আমরা ব্যাকফুটে পড়ে যাব। যতখানি লিড আমাদের টানা যায়, এগিয়ে থাকা যায়, আমাদের জন্য ভালো।’








