ভারতের মহারাষ্ট্রে পোলিও টিকার বদলে হ্যান্ড স্যানিটাইজার মুখে দেওয়ায় কমপক্ষে ১২ জন শিশু অসুস্থ হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে৷
সোমবার মহারাষ্ট্রের ঘাতাঞ্জি জেলার অন্তর্গত কাপসি-কোপারি গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক তদন্তের পর এই ঘটনায় অভিযুক্ত তিন নার্সকে বরখাস্ত করেছে জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ৷
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অসুস্থ শিশুদের বয়স পাঁচ বছরের নিচে। সবাই পোলিও টিকা নিতে অভিভাবকদের সঙ্গে এসেছিল৷ স্বাস্থ্যকর্মীরা জানায়, কিছু কিছু শিশুকে পোলিও ফোঁটার বদলে হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয় মুখের মধ্যে৷ রোববার ভারতে তিন দিনের পোলিও টিকা কর্মসূচির প্রথম দিনেই এমন ঘটনা ঘটেছে।
হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার পর শিশুদের অনেকেই ঘটনাস্থলেই বমি করতে শুরু করে। সঙ্গে সঙ্গে অসুস্থ শিশুদের মহারাষ্ট্রের নিকটবর্তী বসন্তরাও নায়েক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ডিন ডাক্তার মিলিন্দ কাম্বলি বলছেন, শিশুদের অবস্থা এখন স্থিতিশীল৷ প্রত্যেকেরই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ টানা পর্যবেক্ষণের মধ্যে রয়েছে সকলে৷ ওদের শরীরের অবস্থার ওপর নির্ভর করে মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হতে পারে৷”
মিলিন্দ কাম্বলি আরও বলছেন, যে মুখে হ্যান্ড স্যানিটাইজার চলে যাওয়ায় প্রাণহানির কোনও আশঙ্কা নেই৷ হ্যান্ড স্যানিটাইজারে সাধারণত ৭০ শতাংশ অ্যালকোহল থাকে৷ তবে তা বাচ্চাদের স্বাস্থ্যে জটিলতা সৃষ্টি করতে পারে৷








