ঈদ উৎসব ঘরের দরজায় কড়া নাড়ছে। আনন্দ ভাগাভাগি করে নিতে ইতিমধ্যে নাড়ির টানে গ্রামে-জনপদে ছুটছেন নগরবাসীরা। বিনোদন-শোবিজের তারকারাও পরিকল্পনা করে ফেলেছেন তাদের ঈদের ছুটির পরিকল্পনা। কেউ ছুটছেন গ্রামে আবার কেউবা ঈদে কর্মব্যস্ত থেকে ঢাকাতেই ঈদ উদযাপন করার প্রস্তুতি নিচ্ছেন।
চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপচারিতায় জানা গেছে সেইসব তারকাদের ঈদ সমাচার।
রিয়াজ: সবসময় ঈদ ঢাকাতেই করেন তিনি। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের ঈদটি তার কাছে অন্যরকম। কারণ কন্যা সন্তানের বাবা হবার পর এটিই তার প্রথম ঈদ। ঈদে দিন কন্যার সঙ্গেই সময় কাটাবেন আর পরিবারকেও সময় দেবেন রিয়াজ।
মেহজাবিন: নানা ব্যস্ততা আর পারিবারিক আয়োজনে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবিন এবারের ঈদটি বাবা-মার সঙ্গে ঢাকাতেই থাকছেন।
আগুন: জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুন এবারের ঈদ পারিবারের সঙ্গে সাভারে নিজেদের খামার বাড়িতে কাটাবেন। তবে বিশেষ কোনো আয়োজন চলে আসলে তা তার স্ত্রী সামলাবেন বলে জানিয়েছেন এই সংঙ্গীতশিল্পী।
অপি করিম: জনপ্রিয় অভিনেত্রী অপি করিম টেলিভিশনে বিভিন্ন টকশোতে ব্যস্ত থাকায় ঢাকাতেই ঈদ উদযাপন করবেন। তবে ঈদের পর পরিবারের সঙ্গে দেশের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে তার।
জাকিয়া বারী মম: ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত জাকিয়া বারি মম পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করার প্রস্তুতি নিয়েছেন। তবে ঈদের পর ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন।
পূর্ণিমা: চলচ্চিত্র জগতের মিষ্টি মেয়ে পূর্ণিমা স্বামী ও মেয়েকে নিয়ে ঢাকাতেই ঈদ করবেন। মেয়ে ছোট বলে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা এই মুহুর্তে নেই বলেও জানিয়েছেন তিনি।
ফাহমিদা নবী: এবারের ঈদটি একটু অন্যরকম এই গায়িকার, ছোট বোন দীর্ঘদিন পর বিদেশ থেকে সবার সঙ্গে ঈদ করতে ঢাকায় আসছেন। তিন বোন একসঙ্গে ঢাকাতেই ঈদ করবেন।
হুমায়রা হিমু: ঢাকাতে পরিবার বলতে শুধু তার মা। কাজের ব্যস্ততা থাকার কারণে মাকে একদম সময় দেওয়া হয় না বলে ঈদের যেকয় দিন ছুটি পাবেন তা মায়ের সঙ্গে কাটাবেন।
ওমর সানি-মৌসুমী: ছেলে-মেয়ে নিয়ে কাতারে ঈদ করতে যাবেন ওমর সানি ও মৌসুমী দম্পতি।







