বিশ্বজুড়ে মারাত্মক সব রোগের বিরুদ্ধে লড়াই করতে কৃত্রিম মশা তৈরি করছে তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের প্রজনন বিদ্যা বিশেষজ্ঞদের মশা তৈরির খবর দিয়েছে প্রযুক্তি নিয়ে কাজ করা আউটলেট রি/কোড।
ওয়েবসাইটটি জানায়, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগের জীবাণু বহন করা প্রাকৃতিক পোকা ধ্বংসে কৃত্রিম এই মশা তৈরির উদ্যোগ নিতে আগ্রহী গুগল কর্মকর্তারা। আর এই কাজের জন্য হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে আলোচনা করেছেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ।
গত সপ্তাহেই গুগলের পক্ষ থেকে জানানো হয়েছিলো কোম্পানির পক্ষ থেকে ব্যবহারকারীদের দ্রুতই একটি বিস্ময়কর তথ্য জানানো হবে। এরপরই কৃত্রিম মশা তৈরির খবর প্রকাশিত হলো।
গুগলের সাথে এই স্বাস্থ্য রক্ষা কার্যক্রমে অংশীদার থাকবে তাদের মূল কোম্পানি অ্যালফাবেট। কৃত্রিম মশা প্রজেক্টের এই কার্যক্রম অ্যালফাবেটের জীব বিজ্ঞান শাখার ডোমেইন হিসেবে কাজ করবে।
রোগ ছড়ানো থেকে মশাকে বিরত রাখতে কৃত্রিম মশা বনাঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে ছেড়ে দেয়া হবে। এই কৃত্রিম মশা প্রাকৃতিক মশাকে মেরে ফেলবে অথবা ম্যালেরিয়ার জীবাণু ছড়ানো থেকে বিরত রাখবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বিশ্বের প্রায় ৩২ লাখ মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ২০১৩ সালে সারা বিশ্বে ৫ লাখ মানুষ মারা যায়। আর প্রতিবছর সারা বিশ্বে ৩৯০ মিলিয়ন মানুষ ডেঙ্গু জ্বরে ভোগেন।







