গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার নারী শক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। পোস্টের সঙ্গে ছবিতে দেখা যায় ঠাকুরগাঁওয়ের নারীরা সাইকেল চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে।
ইমরান এইচ সরকার ফেসবুকে লিখেছেন ঠাকুরগাঁওয়ের এই ছবিটা আগামীর বাংলাদেশের শক্তি। এই শক্তি আমাদের ঠিক ঠিক পৌঁছে দেবে স্বপ্নের চূড়ায়। জয় নারী।







