সেন্সরে আটকে আছে শাকিব-বুবলীর ‘সুপার হিরো’। চলচ্চিত্রের অন্দর মহলে গুঞ্জন, ছবিটি সেন্সরে আটকানোর নেপথ্যে আছে জাজ মাল্টিমিডিয়ার হাত! এর পেছনে গুঞ্জনকারীদের অন্যতম যুক্তি জাজের ‘পোড়ামন ২’। কারণ শাকিবের ‘সুপার হিরো’ আটকাতে পারলে জাজের ছবি ‘পোড়ামন ২’ বেশি হলে মুক্তি পাবে!
কিন্তু এটাকে সম্পূর্ণ মিথ্যে আর ভিত্তিহীন বলেই উড়িয়ে দিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। আজ বুধবার নিজের ফেসবুকে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন আবদুল আজিজ।
স্ট্যাটাসে তিনি বলেন, ঈদ মানে উৎসব। আর উৎসবের আনন্দ আরো বাড়িয়ে দেয় ভালো সিনেমা। জাজ মনে করে ‘সুপার হিরো’ ভালো সিনেমা। আর হল বাঁচিয়ে রাখতে হলে ভালো সিনেমার কোন বিকল্প নেই। জাজ আছে ‘সুপার হিরো’ এর সাথে।
তিনি আরও লেখেন, হয়তো ‘সুপার হিরো’ আসলে ‘পোড়ামন-২’-এর ২৫ টা হল কমে যাবে। যাক কমে, তবুও ভালো সিনেমা আসুক, হল বাঁচুক। ‘পোড়ামন ২’ অনেক ভালো সিনেমা। ঈদ পরবর্তী হল ঠিকই পাবে ইনশাল্লাহ। এই মুহূর্ত জাজ চেষ্টা করছে যাতে ‘সুপার হিরো’ মুক্তি পায়। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই।
সুদূর সিডনিতে অনুমতিবিহীন শুটিং করায় ‘নিপা এন্টারপ্রাইজ’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। এরপর ছবিটির মুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। অভিযোগের বিষয়টি স্বীকার করে ছবির প্রযোজক তাপসী ফারুক তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) বরাবর চিঠি দেন। এরপর তথ্য মন্ত্রণালয় থেকে ছবিটির জন্য অনুমতি দেওয়া হয়।
আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ বর্তমানে ছবিটি সেন্সর বোর্ডে জমা রয়েছে। জানা গেছে, আগামীকাল (বৃহস্পতিবার) সুপার হিরো ছবিটি সেন্সরে প্রদর্শিত হবে।








