সুন্দর গল্পের অপেক্ষায় রয়েছেন এক সময়ের বলিউডের তারকা জুটি শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। কারণ, এক সাথে কাজ করতে নাকি তাদের আগ্রহের কোনো কমতি নেই। তাই সকল অপেক্ষা এখন সুন্দর একটি গল্পের জন্য।
সম্প্রতি মুম্বাইয়ে একটি ইভেন্টে দেখা গেছে শাহরুখ-ঐশ্বরিয়াকে। সেখানে তাদের একসাথে ক্যামেরাবন্দী হতেও দেখা যায়। এক সাথে কাজ করা নিয়ে শাহরুখ এবং ঐশ্বরিয়ার মাঝে বেশ কয়েক বছর আগে দ্বন্দ্ব দেখা দিলেও, এখন তার কোনো লেশমাত্র নেই।
দ্বন্দ্বের শুরুটা অবশ্য সেই ‘চালতে চালতে’ ছবির সেট থেকে হয়েছিল। ছবিতে শাহরুখ-ঐশ্বরিয়া জুটি বেঁধে কাজ শুরু করলেও, সেখানে বাঁধা হয়ে দাঁড়ায় সালমান খান। কারণ তখন সালমানের সাথে বেশ চুটিয়ে প্রেম করছিল ঐশ্বরিয়া। তাই শেষ পর্যন্ত ঐশ্বরিয়া নয়, রাণী মুখার্জিকে নিয়েই ছবির কাজ শেষ করেন শাহরুখ।
কিন্তু এসবের কিছুই যেন তারা কাজের সময়ে মনে রাখতে চান না। তাইতো আবারও জুটি বেঁধে কাজের স্বপ্ন দেখছেন তারা। অপেক্ষা শুধু সুন্দর এবং মানানসই গল্পের। ডেকান ক্রনিকল।







