সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টাইগারদের অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল চ্যানেল আই অনলাইনকে বলেন, ইন্দোনেশিয়ার জার্কাতায় এশিয়ান আফ্রিকান সম্মেলনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ফাঁকে বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখেন। টাইগারদের জয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি, সকল সদস্য, কোচ হাথুরুসিং এবংকর্মকর্তাদেরকেও শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যত সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ক্রিকেটে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত থাকবে।






