চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাংলাদেশ দলে তিন নতুন মুখ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের অংশগ্রহণে ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফুটবল। ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। স্বাগতিক বাংলাদেশ দলে ডাক পেয়েছে তিন নতুন মুখ।

নাসরিন একাডেমিতে খেলা আইরিন আক্তার, জামালপুর কাচারিপাড়া দলের আফরোজা খাতুন এবং গতবছর সাফ অনূর্ধ্ব-১৫ দলে খেলা সুরভী আকন্দ প্রীতি প্রথমবার ডাক পেয়েছেন। তিনজনই স্ট্রাইকার।

Bkash July

রোববার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দল জানানো হয়। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে বসতে চলা আসরের ফাইনাল ৯ ফেব্রুয়ারি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। চার দলের আসরে সবাই সবার সাথে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষের দুদল খেলবে ফাইনালে।

Reneta June

অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের দায়িত্বে থাকছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। অধিনায়কত্ব করবেন মিডফিল্ডার শামসুন্নাহার জুনিয়র। টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

উদ্বোধনী দিনে বিকেল ৩টায় ভুটানের বিপক্ষে নামবে ভারত। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। ৫ ও ৭ ফেব্রুয়ারি ভারত এবং ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ দল
গোলরক্ষক: রুপনা চাকমা (সহ-অধিনায়ক), ইতি রানি, সাথী বিশ্বাস।
ডিফেন্ডার: সুরমা জান্নাত, আফ্রিদা খাতুন, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন, উন্নতি খাতুন।
মিডফিল্ডার: স্বপ্না রানি, সোহাগী কিসকু, মাহফুজা খাতুন, নওশন জাহান, মিস রুপা, রেহানা আক্তার, শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক), হালিমা আক্তার।
স্ট্রাইকার: শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিকা তামজুম, আইরিন খাতুন, আফরোজা খাতুন, সুরভী আকন্দ প্রীতি।

টুর্নামেন্টের সূচি
৩ ফেব্রুয়ারি
ভারত-ভুটান (দুপুর ৩টা)
বাংলাদেশ-নেপাল (সন্ধ্যা ৭টা)

৫ ফেব্রুয়ারি
ভুটান-নেপাল (দুপুর ৩টা)
বাংলাদেশ-ভারত (সন্ধ্যা ৭টা)

৭ ফেব্রুয়ারি
ভারত-নেপাল (দুপুর ৩টা)
বাংলাদেশ-ভুটান (সন্ধ্যা ৭টা)

৯ ফেব্রুয়ারি: ফাইনাল (সন্ধ্যা ৬টা)

Labaid
BSH
Bellow Post-Green View