চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

৬ ভেন্যুতে দ্বিতীয় বিভাগ লিগ, মিরপুরে ট্রফি উন্মোচন

৯ জানুয়ারি শেষ হয়েছে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। এবার মাঠে গড়াবে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। ১৮ জানুয়ারি ঢাকার ছয় ভেন্যুতে শুরু হবে ২৪ দলের আসরটি।

ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সূত্রে জানা গেছে, নতুন ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠ।

মিরপুরে খেলা না হলেও ১৬ জানুয়ারি ২৪টি ক্লাবের অধিনায়কের অংশগ্রহণে হবে ট্রফি উন্মোচন। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘১৮ জানুয়ারি একযোগে ছয়টি মাঠে আমরা লিগ শুরু করবো। ১৬ জানুয়ারি সব দল মিরপুরে আসবে। ট্রফি উন্মোচন করা হবে।’

বুধবার বিকেলে মিরপুরের কার্যালয়ে আনুষ্ঠানিক সভা করেছে সিসিডিএম। আলী হোসেন বলেন, ‘কোন কোন ভেন্যুতে খেলা হবে এ ব্যাপারে আলোচনা করতেই আমরা বসেছিলাম। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি লিগ শুরু করার।’

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View