তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকে ফিফটি করলেন তৌহিদ হৃদয়। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯২ রানে আউট হন এ তরুণ। সবশেষ ২০১১ সালে নাসির হোসেন জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক রাঙিয়েছিলেন ৬৩ রানের ইনিংস খেলে। ১২ বছর পর বাংলাদেশের ক্রিকেটে ঘটল এমন ঘটনা।
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে দেখালেন ব্যাটিং ঝলক। জাগালেন সেঞ্চুরির আশা। সাকিব আল হাসানের মতোই নার্ভাস নাইনটিজে ফেরেন সাজঘরে। তার ইনিংসটিই ওয়ানডে অভিষেকে বাংলাদেশের সর্বোচ্চ।
২০০৬ সালে ওয়ানডে অভিষেকে ৫০ বলে ৫০ রানের ইনিংস খেলেছিলেন ফরহাদ রেজা। তার ৫ বছর পর নাসির এবং ১২ বছর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে হৃদয় নাম লেখালেন এই রেকর্ডে।
বিপিএল মাতিয়ে ওয়ানডে দলে ডাক পান হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলার সুযোগ না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই মেলে ধরলেন নিজেকে। পরীক্ষা-নিরীক্ষার সিরিজে খেললেন দুর্দান্ত ইনিংসই।