জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ সদস্যের সাইক্লিস্ট টিম ১০১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে টেকনাফে পৌঁছেছেন।
মঙ্গলবার তারা টেকনাফের মেরিন ড্রাইভের জিরো কিলোমিটারে পৌঁছেন। পরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের অনুভুতি ব্যক্ত করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে গত ৮ নভেম্বের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে থেকে “মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০” নামের এই সাইকেল ট্যুর শুরু হয়।

মঙ্গলবার বিকেলে ২২ দিনের এই সাইক্লিং এক্সপেডিশন টেকনাফের মেরিন ড্রাইভের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। লাল-সবুজের পোশাকে সজ্জিত সাইক্লিস্ট সেনা সদস্যদের রাস্তার দুই পাশে স্থানীয় লোকজন পতাকা নেড়ে স্বাগত জানায় ।
সাইক্লিস্টরা জানান, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বুকে ধারন করে সেই চেতনা ছড়িয়ে দিয়েছেন সমগ্র বাংলাদেশে। এছাড়া যাত্রাপথে সচেতনতামূলক বার্তা জনসাধারণের মাঝে পৌছে দেন।